By Ishtiak Ahmed Taher, SHRM-SCP
WorkSMART Consulting গত ৪ অক্টবর, ২০২৪ বাংলাদেশের শ্রম আইন বিষয়ে “Bangladesh Labor Law: Questions & Answers” শিরোনামে একটি Webinar সম্প্রচার করে। বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার ওমর এইচ খান এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সহকারী সেক্রেটারি জেনারেল (লিগ্যাল এ্যাফেয়ার্স) মুহাম্মদ হাবিবুর রহমান মুল আলোচক হিসেবে এই Webinar এ আমাদের সাথে উপস্থিত ছিলেন।
এই ইন্টারেক্টিভ অধিবেশনে সন্মানিত আলেচকগন দেশের বর্তমান শ্রম আইনের কিছু খুব প্রাসঙ্গিক এবং সমসাময়িক বিষয় এর আইনি দিক এবং ব্যবহারিক জটিলতাগুলো নিয়ে প্রানবন্ত আলোচনা করেন ।