ইসতিয়াক আহমেদ তাহের
একজন Executive Recruiter হিসেবে কাজ করতে যেয়ে আমাকে প্রায়ই এ প্রশ্নটির সন্মুখীন হতে হয় । প্রশ্নটির উত্তরে কি যে বলব এ নিয়ে প্রায়ই আমি বেশ দ্বিধায় ভুগি । আমি কেন, আদৌ এমন কেউ কি আছেন এদেশে, যে কিনা confidently বলতে পারবেন যে, “মার্কেট খুবই চমৎকার” বা “খবর একেবারেই ভাল না ভাই” । উত্তরে যাই বলেন না কেন তা হবে speculative বা অনুমান নির্ভর । কেন না , উন্নত দেশের মত এদেশে এ ধরনের তথ্য সরকার বা অন্য কোন প্রতিষ্ঠান ও নিয়মিত ভাবে প্রকাশ করে না । আর যে সকল সরকারী তথ্য পাওয়া যায় তার নির্ভরযোগ্যতা নিয়েও বড় ধরনের প্রশ্ন থেকে যায় ।
আসলে এই প্রশ্নের বিপরীতে আমার একটি counter প্রশ্ন করতে ইচ্ছা হয় ।
“জব মার্কেট খুব ভাল হওয়ার পরও যদি আপনার জব না থাকে অথবা সুযোগের অভাবে অত্যন্ত অপছন্দনীয় কোন কাজ কষ্ট সহ্য করে চালিয়ে যেতে বাধ্য হন, তবে জব মার্কেটের এই ভালত্ব দিয়ে আপনার কি লাভ হল ?”
তাই আমার দৃষ্টিতে জব মার্কেটের অবস্থা নিয়ে আপনার চিন্তা করা একটি সময়ের অপচয় মাত্র । COVID 19 পরবর্তী স্থবিরতা বা ইউক্রেন যুদ্ধের কারনে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতি নিয়ে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো বা বিশ্বের অন্য কোন টপ ফুটবল তারকা কি মোটেই চিন্তিত ? তারা কিন্ত ঠিকই মার্কেট থেকে (হউক তা মার্কিন এমএলএস বা সৌদি লীগ) তার যথার্থ মুল্য আদায় করে নিচ্ছে । তারা “ইউক্রেন যুদ্ধ টা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি” – এ ধরনের কোন অপ্রাসংগিক চিন্তা নিয়ে বিভ্রান্ত নয় । কারন এ ব্যপারে তাদের কিছুই করার নেই । They are only focusing on their own performance.
তাই আসলে আপনার প্রশ্ন করা উচিত, “আমার পেশায় এমপ্লয়ার রা বা মার্কেটে এখন কি ধরনের skills বা experience চাচ্ছে এবং এ বিষয়ে আমি কি করতে পারি ?”
পরিশেষে আমি বলতে চাই, আসলে আপনার বা আমার জব মার্কেট নিয়ে চিন্তিত হওয়ার কোন প্রয়োজনই নেই । কারন আমার দৃষ্টিতে জব মার্কেট অনেকটা শেয়ার মার্কেটের মত ( এদেশের মত manipulated শেয়ার মার্কেটের কথা বলছি না ) । মার্কেট খারাপ থাকলেও একজন অভিজ্ঞ ও দক্ষ স্টক ব্রোকার ঠিকই এর মধ্যেও অনেক লাভ করতে জানেন । সে মার্কেট ভাল হওয়ার আশায় বসে থাকে না ।
তেমনি, আপনার প্রতি আমার বিনীত অনুরোধ, আপনি জব মার্কেটের চিন্তা বাদ দেন । নিজের upskilling এ বিনিয়োগ করুন, সুযোগ আপনার পিছু পিছু দৌড়াবে ইন শা আল্লাহ ।
ধন্যবাদ ।