Ishtiak Ahmed Taher, SHRM-SCP
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে “খারাপ” বলা সহজ, কিন্ত তাকে “ভাল” করার পদক্ষেপ নেয়া আসলেই কঠিন কাজ ।
প্রায় দুই দশক আগের ঘটনা, খুব সম্ভব ২০০৩ বা ২০০৪, সঠিক দিন তারিখ মনে নাই । আমি তখন আমার নৌবাহিনীর সামরিক জীবনে ইতি টেনে আবার পুরোপুরি ছাত্র জীবনে ফিরে গেছি । ঢাকা ইউনিভার্সিটির IBA তে Day MBA তে ক্লাস করে চলেছি ।
এসময় ক্লাসের পর ধানমন্ডির সাত মসজিদ রোডে শ্রদ্ধেয় এস এম হায়াতুল ইসলাম ভাই প্রতিষ্ঠিত Pundits কোচিং সেন্টার এ IELTS এর part-time ক্লাস নিতাম । আমি ছাড়াও IBA তে আমাদের আশেপাশের ব্যাচের আরও অনেকেই ক্লাস নিত । তাই ক্লাসের পাশাপাশি বেশ আড্ডাবাজি চলত । বেশ ভালই সময় কেটে যাচ্ছিল ।
এর মাঝে একদিন British Council থেকে Pundits এ একটা চিঠি আসল । চিঠির বিষয়বস্ত হল, British Council ঢাকায় অবস্থিত বেশ কিছু কোচিং সেন্টারের IELTS Instructor দের বিনা খরচে প্রশিক্ষণ দিতে চায় । যতটুকু মনে পড়ে, খুব সম্ভব মোট ২৪ ঘন্টা ক্লাস, ৩ ঘন্টা করে মোট ৮ টি ক্লাস । হায়াত ভাই, আমি সহ আরও কয়েকজনের নাম forward করে দিলেন । যথারীতি, আমিও Pundits এর বাকি কিছু সহকর্মীসহ ঐ training এ যোগ দিলাম ।
Training টার venue ছিল ধানমন্ডি Star কাবাব এর পিছনে British Council এর একটা শাখা বা Center এ । এখন ঐ Center টা আছে কিনা জানিনা । অনেকদিন ওদিকে আর যাওয়া হয় না । ওখানে যেয়ে অন্যান্য কোচিং সেন্টারের আরও বেশ কয়েকজন instructor কে পেয়ে গেলাম । বেশ জমজমাট একটা পরিবেশ । আমাদের ক্লাস নিতেন British Council এর বেশ অভিজ্ঞ trainer গন । সব মিলিয়ে training টা বেশ interesting ছিল ।
Trainer দের মধ্যে একজন British ছিলেন, খুব সম্ভব IELTS সহ বিভিন্ন Academic Program এর Head । তিনি ঢাকা British Council এর বেশ শীর্ষ স্থানীয় কর্মকর্তা ছিলেন, নামটা মনে নাই । স্বাভাবিক ভাবেই like many other Brits, he was also quite witty and friendly. ক্লাসের ফাঁকে ফাঁকে তার সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হত । Quite an interesting person.
একটা বিষয়ে আমি বেশ curious ছিলাম । ক্লাসের ফাঁকে একদিন তাকে জিজ্ঞেস করেই ফেললাম, “আচ্ছা Pundits বা অন্যান্য কোচিং সেন্টার, আমরা তোমাদের তুলনায় অনেক ছোট হলেও, আমরা তো এক রকম ভাবে British Council এর competitors. তোমরা নিজেদের পয়সা খরচ করে তোমাদের competitors দের training দিচ্ছ কেন ?” সে মৃদু হেসে বলল, “Actually, we don’t quite see you as our competitors. আমরা তোমাদেরকে আমাদের সহযোগী হিসাবে দেখি । কোচিং সেন্টার হল বাংলাদেশের বাস্তবতা । এদেশে কোচিংয় সেন্টার গুলো হল তোমাদের education eco system এর একটা integral part. একা British Council এর পক্ষে তো বাংলাদেশের সব student দের English Language এর উপর training করানো সম্ভব না । আবার ঢালাও ভাবে coaching center গুলোকে গালি দেয়াটা অনেকটা বাস্তবতাকে অস্বীকার করার মতই ব্যাপার । তাই আমরা চেষ্টা করছি তোমাদের capacity develop করে আমাদের target student দের quality improve করা । Ultimately, IELTS পরীক্ষা দিতে তো সব students দের আমাদের কাছেই আসতে হবে ।”
তার জবাব শুনে মুগ্ধ হওয়ার পাশাপাশি আরেকটা জিনিষ realise করলাম, ওরা খামোখাই আমাদেরকে ২০০ বছর ধরে শাসন করে নাই । এই ২০০ বছরে British দের জনসংখ্যা তৎকালীন ব্রিটিশ ভারতের জনসংখ্যার ২-৩% মত ছিল এবং ভারতবর্ষের মাটিতে British দের সংখ্যা কখনোই ১৫,০০০ এর বেশী ছিল না । অথচ এত ছোট population নিয়েও প্রায় ৫০০০ মাইল দুরের একটা দেশকে ২০০ বছর ধরে মোটামুটি নির্বিঘ্নেই শাসন করে গেল ।
আর আমাদের কি অবস্থা ? জন্মের প্রায় ৩০ বছর পরেও আমাদের দেশের অনেক University তাদের নামের সামনে থেকে এখনও Private নামটা ছুটাতে পারলনা । “এগুলো coaching center থেকেও খারাপ, শুধু certificate বিক্রি করে আরও কত জঘন্য কথা !” এসব অভিযোগের পিছনে কিছু যে সত্যতা নাই, তা তো আর বলা যাবে না । কিন্ত আমার প্রশ্ন হল, কোন প্রতিষ্ঠানকে খারাপ বলা তো সহজ কাজ । কিন্ত এগুলোকে ভাল করার জন্য কি আমরা কিছু করছি ? আমিতো অন্তত সেই ধরনের কোন কার্যকরী পদক্ষেপ দেখি না ! সবাই ঢালাওভাবে গালি দিয়ে যার যার দায়িত্য পালন করে চলেছি ! আর শুধু কি Universityর দোষ ? Damage তো আরও অনেক আগেই হয়ে যায় । পুরা Education Value Chain জুড়েই তো অনেক অনেক দুরারোগ্য ব্যাধি ।
জানি এ লেখাতে কোন কাজ হবে না । সে ধরনের কোন প্রত্যাশা নিয়ে ও লিখছি না । Mark Twain এর বিখ্যাত উক্তি, “I have never let my schooling interfere with my education.” কিন্ত আমাদের কি হবে ? আমাদের তো না হচ্ছে schooling, আর education! সে তো অনেক আগেই খরচের খাতায় চলে গেছে !
স্বভাবগত ভাবে আমি নিজেকে আশাবাদী ভাবতেই ভালবাসি । আর কিছু সময় পরে আমরা ২০২১ কে পিছনে ফেলে ২০২২ কে স্বাগত জানাব ইনশাল্লাহ । আশাকরি নতুন বছর আমাদের চিন্তা, ভাবনা এবং কার্যক্রমেও নতুনত্ব নিয়ে আসবে । বিজয়ের এই সুবর্ন জয়ন্তীতে এই আশা করতে তো দোষ নাই …..
Good Initiative
Great content! Keep up the good work!
Excellent observations and pointing the focus!