By Ishtiak Ahmed Taher, SHRM-SCP
প্রশ্নটির উত্তর দেয়ার পুর্বে জেনে নিই আমরা সাধারণত কখন Networking করতে চাই । LinkedIn এ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে গেলে, আমরা তখনই Networking করতে চাই যখন আমাদের জরুরী ভিত্তিতে চাকুরীর প্রয়োজন অথবা কোন product বা service sell করতে চাই । আপনি নিজেই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলুন, যে লোকটির সাথে আপনার কোন পরিচয় নেই, তার সাথে connected হওয়ার পর প্রথম message এ যদি সে আপনাকে job এর জন্য সাহায্যের অনুরোধ করে কিংবা কোন product বা service sell করতে চায়, তবে আপনি তাকে সাহায্য করতে কতটা আগ্রহী হবেন ?
Networking এর ultimate aim হল good relationship establish করা । তাই, বাস্তবতার নিরীখে বললে, good relationship establish করার আগেই কারও নিকট থেকে সাহায্য পাওয়ার আশা করতে আপনার দোষ নেই, কিন্তু সাহায্য পাওয়ার সম্ভাবনা খুবই কম ।
তাই যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, তার উত্তর এ বলতে চাই, Networking is a long-term affair. এবং networking এর উৎকৃষ্ট সময় হল তখন, যখন আপনি অপর পক্ষের কাছ থেকে কোন immediate সাহায্য আশা করছেন না । অর্থাৎ, আপনি যখন চাকুরী খুঁজছেন না, তখনই Networking এর জন্য উৎকৃষ্ট সময় । আর শুধু নেয়ার মানষিকতা নয়, আপনাকে networking এর মাধ্যমে অন্যের উপকার করার জন্যও সচেষ্ট হতে হবে ।
Networking এর সময় তো জানলাম, এখন social media তে কিভাবে professional networking করব ?
এই বিষয়ে আর একদিন লিখব ইনশা আল্লাহ ।
ধন্যবাদ ।