By Ishtiak Ahmed Taher, SHRM-SCP
আপনি যদি LinkedIn এ আপনার কোন Connection কে message পাঠাতে চান, তবে professional approach অনুসরন করাই recommended |
আপনি যেই বিষয় টি জানাতে চান অথবা যেই বিষয়ে কথা বলতে চান তা সরাসরি, সংক্ষেপে এবং পরিষ্কার ভাবে বলে ফেলতে হবে । যিনি উক্ত বিষয়ে আগ্রহ প্রকাশ করবেন, তিনি অবশ্যই আপনার message এর জবাব দিবেন । আর কোন response না পেলে আপনাকে বুঝে নিতে হবে যে তিনি উক্ত বিষয়ে আলোচনায় আগ্রহী নয় । Fair enough !
কিন্ত, আপনি যদি আলোচনার ভুমিকা নিতে গিয়ে শুধু মাত্র “Hello” বা “Hi” বা “good morning” এই ধরনের অতি সংক্ষিপ্ত message দিয়ে থাকেন এবং আশা করেন যে recipient এর ও আপনার মত ভুমিকা দিয়ে আলোচনা শুরু করার মত আগ্রহ বা সময় আছে, তবে অনেক ক্ষেত্রেই আপনি কোন response পাবেন না । কারন আপনার এই ধরনের message অপর পক্ষের জন্য অনেক সময় অযথা সময় ক্ষেপণ বা বিরক্তির কারন হয়ে দারায় ।
তাই এই ধরনের professional platform এ আপনার message হতে হবে Direct, Brief & Clear.
আশাকরি এই professional পদ্ধতি অনুসরন করে আপনি LinkedIn এ আপনার communication এ অধিকতর সাফল্য লাভ করবেন । ধন্যবাদ ।